সুবর্নরেখার প্রতি
সায়ন জানা
দূর হতে শুনেছি তোমারে ,
বুঝিনি জিজ্ঞাসায় বাঁধবে আমারে ।
সুযোগের হাতছানিতে
হটাৎ তোমার কাছে আনিতে—
এ এক বিশাল সাম্রাজ্য ,
থেকেছ তুমি রূপ-সজ্জ্যে ।
কি জানি কত কাহিনীতে—
রয়েছে তোমার ইতিহাস —-
এ এক দানবের আভাস ।
কখনও তোমার রাগে ,
ভাসিয়েছ বাড়ি —
কখনও তুমি ত্যাগে
দিয়েছ প্রানের ছাড়ি ।
কেউ বলে তুমি এক
উজ্জ্বল শিক্ষা—
সুবর্ন তোমার চিন্তাতে ,
দাও প্রানের ভিক্ষা ।
বালুকাময় তোমার দেহ
সোনালী বর্ণে সজ্জিত —
রবির তপ্ত বিকিরনে—
তুমি পরিচিত ।
জানে তোমায় সুবর্নরেখায়,
জানে বইয়ের পাতায় পাতায় ।
জানে না তোমায় পাশে এসে ,
দেখেনা কাছে এসে ।
দূর থেকে তুমি লালিত—
প্রকৃতিতে তুমি পালিত ,
বালুকাময় তোমার শরীর
তুমি ক্ষনিকের জলরেখা —
তোমাতে দেখেছি অশান্তির নীড়,
তুমি সুবর্নরেখা ।
সমাপ্ত