আমার দেখা একটি ফুল
—সায়ন জানা
আমার দেখা একটি ফুল
নেই তার কোনো কুল ।
দীঘির পাড়ে উঠছে ফুটে–
পদ্মাবতীর সৌন্দর্য গর্জে ওঠে ,
না দেখা অপূর্ব ফুল —
গনতি করতে হচ্ছে ভুল ;
অপূর্ব সেই পাপড়ির শোভায়
লাগছে দারুন সোনালী আভায় ,
যেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক
মন হয়ে ওঠে অন্যমনস্ক ।
পঙ্কজ এই শতদলকে —
লাগছে দারুন অপরুপে-
চোখ ফেরাতে না চায়
বলছে যেন কাছে আয় ;
দেখে যা একবার এসে
কথা বল পাশে বসে ।
না ছেড়ে যেতে চাই,
না যাওয়ার বিকল্প নাই ।
পৌঁছতে হবে গন্তব্যস্থলে
আসিব ফিরে পরের গমন কালে ।
সমাপ্ত