আমার দেখা একটি ফুল BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0


 

আমার দেখা একটি ফুল

সায়ন জানা


আমার দেখা একটি ফুল 

নেই তার কোনো কুল

 

দীঘির পাড়ে উঠছে ফুটে

পদ্মাবতীর সৌন্দর্য গর্জে ওঠে ,

 

না দেখা অপূর্ব ফুল

গনতি করতে হচ্ছে ভুল ;

 

অপূর্ব সেই পাপড়ির শোভায় 

লাগছে দারুন সোনালী আভায় ,

 

যেন এক উজ্জ্বল জ্যোতিষ্ক 

মন হয়ে ওঠে অন্যমনস্ক

 

পঙ্কজ এই শতদলকে

লাগছে দারুন অপরুপে-

 

চোখ ফেরাতে না চায় 

বলছে যেন কাছে আয় ;

 

দেখে যা একবার এসে 

কথা বল পাশে বসে

 

না ছেড়ে যেতে চাই,

না যাওয়ার বিকল্প নাই

 

পৌঁছতে হবে গন্তব্যস্থলে

আসিব ফিরে পরের গমন কালে

সমাপ্ত

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!