জননী
–সায়ন জানা
মাতা তুমি জন্মদাত্রী ,
তুমি ভালোবাসার পাত্রী
রেখেছ স্নেহে বেঁধে ।
ভুলিব কেমনে আমি
স্নেহের মান কত দামি ,
না চাহি ভুলিতে ।
সারাজীবন তোমার বাঁধনে ,
থাকিব এই রণাঙ্গনে—
রাঙিব এই জীবন ।
তুমি ছাড়া এই জীবনে
খেয়াল রাখে ক্ষনে ক্ষনে ,
কে বা আছে আর ।
যদিও ভুল মাঝে মাঝে
করেছি তোমার কাজে ,
দাও গো আমায় বকুনি ।
কেহ তুমি আমায় ছেড়ে ,
যেওনা গো হৃদয় কেড়ে—
রও গো সারাজীবন আমার মনে ।
সমাপ্ত