ভালোবাসা
সায়ন জানা
ভালোবাসায় ভালোবেসে ,
তোমারই ওই দেশে—
হয়েছি আমি বদ্ধ ।
ভালোবাসা কেমন করে ,
না জানি কোন সুরে —
সবই করেছে আবদ্ধ ।
ভালোলাগা থেকে আজ
মনের রং দিয়েছে সাজ
তাই হয়েছে সব শুদ্ধ ।
মানবিক না চারিত্রিক—
খোলা আছে সব দিক ,
হবে কোনটা ঠিক ।
যেমন করে মায়ের আশা ,
তার সন্তানের প্রতি ভালোবাসা ,
এটা জিনগত নেশা ।
কিন্তু ভালোলাগা থেকে ভালোবাসা ,
সে তো যোগায় না আশা—
থাকে শুধু বিশ্বাসের তামাশা ।
বিশ্বাস যদি ভেঙে যায়
কারুরই কিছু হবে না দায় ,
তবে দূরত্ব তৈরি হয় ।
ভালোবাসা এমন কিছু ,
যে সর্বদা থাকে পিছু ,
বিশ্বাসই সবকিছু ।
তাই এই ভালোবাসা ,
জোগায় চিরটাকাল শুধু আশা ,
অবশ্য এ সুরের নেশা ।
সমাপ্ত