মনুষ্যত্ব BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0


 মনুষ্যত্ব 

সায়ন জানা

 

মানুষেরই থাকে আশা

থাকেনা বিবেক ভাষা

 

মনুষ্যত্ব যায় হারিয়ে ,

খোলা মাঠে একটু দাঁড়িয়ে ;

 

যে মান যায় চলে ,

রাগ পরিস্হিতির ফলে ;

 

আসেনা তো কভু ফিরে

মান-সম্মান যায় ধীরে ধীরে

 

প্রত্যেকেরই থাকা উচিৎ

নিজেকে মানানোর জিৎ

 

তবেই প্রস্তুত মনুষ্যত্ব ,

গঠনকালের পুরুষত্ব

 

পুরুষ দেখাবে তার বীরত্ব

কয়জন বলে সত্য

 

বিবেকহীন বেইমানদের

রেখেছে ; এবার পাবে টের

 

সমাপ্ত 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!