মনুষ্যত্ব
সায়ন জানা
মানুষেরই থাকে আশা —
থাকেনা বিবেক ভাষা ।
মনুষ্যত্ব যায় হারিয়ে ,
খোলা মাঠে একটু দাঁড়িয়ে ;
যে মান যায় চলে ,
রাগ ও পরিস্হিতির ফলে ;
আসেনা তো কভু ফিরে—
মান-সম্মান যায় ধীরে ধীরে ।
প্রত্যেকেরই থাকা উচিৎ
নিজেকে মানানোর জিৎ ।
তবেই প্রস্তুত মনুষ্যত্ব ,
গঠনকালের পুরুষত্ব ।
পুরুষ দেখাবে তার বীরত্ব—
কয়জন বলে সত্য ।
বিবেকহীন বেইমানদের—
রেখেছে ; এবার পাবে টের ।
সমাপ্ত