শান্তির ঘাট BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0


 শান্তির ঘাট 

সায়ন জানা 

 

বসে আছি ঘাটে

দুদিক শূন্য মাঠে ,

 

যেদিকে আমি চাহি

জনমানব নাহি

 

শান্ত হইয়া মনে 

তাকাইলাম দুই নয়নে

 

দেখিলাম খেলেছে হংসরাজ ,

নীলাভ জলা মাঝে

 

শ্যাওলা-শৈবালের দল 

বালিছে চল চল ,

 

আসবে নতুন অতিথি 

করবেনা কোনো ক্ষতি

 

কাহারে যে অতিথি বলে ,

ভাবি আমি আমায় বলে

 

বহুদিন কেহ আসে নাই ,

কেবলই তাহারে পাই

 পশু-পক্ষী শৈবালের দল 

এরাও যে প্রকৃতির বল ,

 

প্রকৃতি এই জলামাঝে ;

হইয়াছে অবতীর্ন

 

সমাপ্ত

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!