শান্তির ঘাট
–সায়ন জানা
বসে আছি ঘাটে
দুদিক শূন্য মাঠে ,
যেদিকে আমি চাহি —
জনমানব নাহি ।
শান্ত হইয়া মনে
তাকাইলাম দুই নয়নে—
দেখিলাম খেলেছে হংসরাজ ,
নীলাভ জলা মাঝে ।
শ্যাওলা-শৈবালের দল
বালিছে চল চল ,
আসবে নতুন অতিথি
করবেনা কোনো ক্ষতি ।
কাহারে যে অতিথি বলে ,
ভাবি আমি আমায় বলে ।
বহুদিন কেহ আসে নাই ,
কেবলই তাহারে পাই ।
পশু-পক্ষী শৈবালের দল
এরাও যে প্রকৃতির বল ,
প্রকৃতি এই জলামাঝে ;
হইয়াছে অবতীর্ন ।
সমাপ্ত