মেঘলা আকাশ BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0



 মেঘলা আকাশ 

   সায়ন জানা 

 

সকাল থেকে মেঘলা আকাশে 

দিচ্ছ তুমি পাড়ি

ফুর ফুর এই অল্প বাতাসে

চলিছ সারি সারি

 

গুরু গুরু শব্দ তুমি 

ঘুরছ চারিপাশ

এপার থেকে , ওপার তুমি 

দক্ষিণা বাতাস

 

জানালায় ঝাপট দিয়ে 

উড়িয়ে দিলে ধুলো

পরিষ্কার করলে গিয়ে 

আগাছা পথগুলো

 

ছোট ছোট খন্ড হয়ে 

পরিছ পৃথিবীতে

কচু পাতার ওপরে রয়ে 

দিলে অল্প শীতে

 

মধুমাখা ঝর-ঝর

হলে তুমি আজ

কম্পিত সব ঘর 

তোমার তড়িৎ-বাজ

 

পড়লো যখন গাছের পাতায় ,

টপ টপ শব্দে

এমন ধ্বনি কবিতার খাতায় 

রহিলে আবদ্ধে

 

তোমার শক্তি তুমি জান ভাই 

আর জানে না কেউ ,

অজেয় তুমি আর কেউ নাই

জানে সব্বাই ।।

 

তুমি মেঘ , তুমি বৃষ্টি 

তুমি বজ্র , তুমি বাতাস

তুমি হলে পৃথিবীর সৃষ্টি ,

তুমি মেঘলা আকাশ

 

সমাপ্ত 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!