সমুদ্র BY SaYaN JaNa ( Bengali Poetry )

Sayan Jana
0

 সমুদ্র 

সায়ন জানা

 

সমুদ্রের জলচ্ছাসে

স্নিগ্ধ সমীর অল্প ভাসে

 

রাশি রাশি সলিল ধারায় ,

দেখলে পড়ে মনটা হারায়

 

অপূর্ব সেই শোভিত শোভায়

চলছে পথে ঢেউয়ের আভায়

 

তালে তালে মিলছে যখন ,

ঢেউয়ের ফেনা উঠছে তখন

 

শোঁ শোঁ করে গর্জে ওঠে ,

ছুটছে সুর বজ্র ঘাটে

 

সুরের তালে চলছে জাহাজ 

হাঙ্গর ভায়া করছে নাচ

 

মাথা তুলে ছুটে আসে

শরীর খানা অল্প ভাসে

 

সমুদ্রের এই সৌন্দর্যতে 

বিশ্ব প্রকৃতি উঠছে মেতে

 

বলছে সাবাস ! সাবাস !

এটাই হল সমুদ্রবাস

 

সমাপ্ত 

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!